Bangla Grammar কারক ও বিভক্তির হ্যান্ড নোট ১
বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কারক ও বিভক্তি। এখানে আমি সহজেই বোঝার জন্য একটি নোট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করবো সবার উপকারে আসবে।
কারক ও বিভক্তির হ্যান্ড নোট দেখে নিন
এই নোটটিতে সুন্দর করে কারক ও বিভক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এখানে কিছু নিয়ম সহজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কারক কাকে বলে ও কত প্রকার ? কি কি ?
নিচের চিত্রটিতে সংগা ও প্রকারভেদ দেখানো হয়েছে।
কারক নির্ণয় কিভাবে করতে হয় ?
নিচে কারক নির্ণয় কিভাবে করতে হয় তা দেখানো হলো।
চিত্র - ২
চিত্র - ৩
উপরের চিত্রগুলোতে ৬টি কারক নির্ণয় করার সহজ উপায় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি সবাই বুঝতে পারবেন।
অবশ্যই নিজের মত করে নিজের খাতায় নোট করে লিখতে হবে নোটটি। তাহলে সহজেই ও ভালোমত বোঝা যাবে।
কারক ও বিভক্তির হ্যান্ড নোট এর পিডিএফ
পিডিএফ লিংখ = ক্লিক করুন এখানে
শেষ কথা জেনে নিন
উপরের হ্যান্ড নোট টি অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো। আশা করি সবার উপকারে আসবে। এছাড়াও আরও কোন নোট বা বাংলা সাহিত্য ও ব্যাকরণ দরকার হলে অবশ্যই জানাতে হবে। আশা করবো সঠিক সমাধানই পাবেন ইনশাআল্লাহ।